1. কেন যে তোর মনের মত হতে পারলাম না ।
Vip fb status bangla
কত ভালোবাসি তোরে কইতে পারলাম না।
2.আমাদের ভিতরটা যখন কষ্টে ভরপুর হয়ে উঠে তখন কিছু কষ্ট উপচে পড়ে বাহিরে চলে আসে।
আমরা তার নাম দিয়েছি অশ্রু -
এই অশ্রুই হলো আমাদের ভিতরের অতিরিক্ত কষ্ট ।
3.- নিজের পরিবারকে ভালোবাসো।
- কারণ জীবনের সবচেয়ে খারাপ সময়ে তারাই তোমার পাশে থাকবে অন্য কেউ না,এটাই বাস্তবতা.!
4.কষ্ট তাে তখন হয়,
যখন কেউ অনেকটা কাছে এসে,
আবার দূরে চলে যায়।
5.কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই।
নেই কোনো বর্তমান
নেই কোনো ভবিষ্যৎ,
কিন্তু শুধু মায়ার কারনে সম্পর্ক গুলোর টিকে তাকে।
6.সবকিছু আছে তারপরেও কি যেন একটা নাই,
অনুভব করার নাম নিঃসঙ্গতা।
7.- ভালবাসতাম বলে কোন শব্দ আমার জীবনে নেই।
- কারণ আমি এখনো তাকেই ভালবাসি।
8.সম্পর্ক চলাকালীন নয়,
সম্পর্ক ভাঙার পর বুঝবে,
কাকে কার কতটা প্রয়ােজন ছিল।
9.তুমি সেই কবিতা !
যা প্রতি দিন ভাবি লিখতে পারিনা ।
তুমি সেই ছবি ।
যা কল্পনা করি আঁকতে পারি না ॥
তুমি সেই ভালবাসা । যা প্রতিদিন চাই।
কিন্তূ তা কখনো-ই পাই না ॥
10.খাঁচায় বন্দী পাখি যে গান গায়
–সেটা মুক্তির গান।
11.- বাইরের হাসিটা তো প্রতিদিন দেখো ।
- দাওয়াত রইলো,
একদিন ভেতরটাও দেখে এসো!।
Fb sad status bangla
12.“ঝরে যাওয়া পাতা জানে।
স্মৃতি নিয়ে বাঁচার মানে।
হয়তাে আমি ঝরে যাবাে
সময়ের তালে তােমার মনে।
13.- একজন নিজের সময় মতো Message করে।
- অন্যজন বোকার মতো Message এর অপেক্ষা করে।
14.যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি,
একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়।
15.- অবহেলায় তো লোহাতেও মরিচা ধরে।
- আর আমি তো একটা মানুষ।
16.“আবেগ হল মােমবাতি যা
কিছুক্ষণ পর নিভে যায়।
আর বিবেক হল সূর্য যা
কখনাে নেভে না।
17.মানুষ এমনও আছে কলিজা ভুনা ।
কইরা দিলেও কইব লবণ কম হয়েছে।
18.মাঝেমাঝে এমনও হয় যে,
হুট করে মরে যাওয়ার চিন্তা নিয়ে ভীষণভাবে বাঁচতে ইচ্ছা করে।
19.- জীবনে ধাক্কা না খেলে।
- জীবনের আসল মূল্যটা কোনদিনই বোঝা যায়না!
20.প্রেম,
শব্দটি ছােট হলেও,
এটি একটি মানুষকে
নিঃশেষ করার ক্ষমতা রাখে।
21.আমি স্বপ্ন দেখতে ভয় পাই ।
তাই রাত জেগে থাকা হয়।
22.সকল কষ্টের সবচেয়ে ভালো ঔষধ হলো ধৈর্য।
23.- ভালোবাসার মানুষকে শাসন করুন,
তবে অপমান করে না।
- কারণ শাসনে ভালোবাসা থাকে কিন্তু অপমানে থাকে না!
24.ম্যাচুরিটি,
বয়সের সাথে আসেনা,
আসে জীবনের কঠিন
বাস্তব অভিজ্ঞতা থেকে।
25.চান্দের মত মুখটি যখন ভাসতো নয়ন জলে
আদর করে মুইছা দিতাম গালে,
ঘাটে আইসা পাশে বইসা জরাই তো এই বুকে।
ভুলবো আমি এই কথা কেমনে।
sad status bangla
26.যাইবা তুমি পরের ঘরে আমাকে একা করে।
নতুন মানুষ নিয়ে তুমি থাকবে সুখেতে ।
ভুলে যাবে আমায় তুমি কিছুদিন পর।
27.নিজেই নিজের কষ্টের কারণ হও না,
কারণ এটি অত্যন্ত ভয়াবহ।
28.- Number টা আজও Save রয়ে গেছে ।
- শুধু Call দেওয়ার অধিকার টা নাই।
29.মধ্যবিত্ত ঘরের ছেলের পকেট,
ভর্তি টাকা থাকেনা।
মাথা ভর্তি টেনশন থাকে ।
30.তুমি দেখিয়াও দেখলা না শুনিয়াও শুনলাম না ।
জালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলে না।
31.একটা মানুষ তখনই কাঁদে ,
যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়।
৩। ভাগ্যের কাছে আমি হার মানি নাই
হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে ।
32.- প্রতিদিন শতশত মানুষ মারা যায়।
- তাদের মাঝে আমিও মারা গেলে খারাপ হতো না।
33.“চিৎকার করে কখনও নিজেকে
নির্দোষ প্রমাণ করা যায়না।
মাঝে- মাঝে চুপ থাকতে হয় ।
sad status bangla 2023
34.সব মেয়েরাই তো বলে আমি তোমাকে ভালোবাসি।
মন থেকে ভালোবাসে আর কয়জনে।
35.মৃত্যু শুধু দেহের হয় না।
কখনও মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় ।
36.- রাতটা আগের মতো আসলে ও।
- ঘুমটা আর আগের মত আসে না।
37.“অতিরিক্ত কোন কিছুই ভালাে না।
অতি শব্দটাই খারাপ!
38.মানুষ সব সহ্য করতে পারে
ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না।
39.কোনও মানষই চায়না কাউকে ভুলে যেতে,
কিন্তু সময় ভুলিয়ে দেয় ,
কোনও মানষই চায়না কাউকে হারিয়ে ফেলতে,
কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয় ।
40.- জীবনে তারাই বেশি কাঁদে।
- যারা দশ জনকে না,
ঠিক একজনকেই অধিক ভালোবাসে!।
41.যে ধোঁকা দেয়,
সে চালাক হতে পারে!
তবে যে ধোঁকা খায়,
সে বােকা নয়, সে বিশ্বাসী।
42.দেখার মাঝেও অনেক ভূল লুকিয়ে থাকে।
তাই ভালোবাসার মানুষটিকে কখনো ভুল বুঝ না।
43.যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম ।
সবাই বলতো মনে রাখতে শেখো ।
বড় হলাম কিছু ভুলিনা এখন।
কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো ।
44.- তোমাকে ছাড়া হয়তো একাই চলা যাবে ।
- কিন্তু তোমাকে ছাড়া আমার ভালো থাকা কঠিন!
45.যদি চলেই যাবে!
বিধ্বস্থ কাউকে স্বপ্ন
দেখানাের কি প্রয়ােজন ছিল?
46.সবাই তো আর নিকোটিন-এ
কষ্ট উড়াতে জানে নাহ্।
কারোর টা বুকেই জমে থাকে।
47.মনে শুধু একটাই কষ্ট আমি কার জীবনে আপন হতে পারলাম না।
48.- আচ্ছা জানতে পারি কি ?
- আমি যদি বিরক্ত করা ছেড়ে দিই তুমি খুজবে ।
- কি আমায়।
49.“মাঝে মাঝে সম্পর্ক এমন
হয়ে যায়,
যাতে দূরে গেলেও কষ্ট হয়।
আর পাশে থাকলেও কষ্ট হয়।
50.- প্রতিটা মানুষের জীবনে।
- একটা হারিয়ে যাওয়া প্রিয় মানুষের গল্প থাকে।
51.পাখি উরাল দিছেরে উরালি হইয়া
আগের মতো খায়না দানা হাতে বসিয়া
পাখি উড়াল দিছেরে।
52.একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পারে না।
তারপরও বুকে কষ্ট হলে,
দুটি চোখ দিয়েই কিন্তু জল ঝড়ে।
53.- অবহেলার প্রহর শেষ হলে ডাক দিও।
- আবারও বলবো ভালোবাসি।
54.“যে রাগ অভিমান বুঝে না।
সে ভালােবাসাও বুঝে না।
55.তুমি দুঃখ দিও আমায় তবু ভুলতে বলো না ।
তুমি কষ্ট দিও আমায় তবু ভুলতে বলো না।
56.কষ্ট মধুর হয়ে যায়, যদি তুমি দাও।
মুখের কথাও হয় যে গান যদি তুমি গাও।
57.- যেদিন দেখবি রাগ করাটা ও ছেড়ে দিছি।
- ঐদিন বুঝবি ভালোবাসাটাও আর নাই।
58.“কোনাে বিষয়ে আঘাত পেলে
এখন আর কষ্ট পাই না।
কারণ কষ্ট পাওয়াটা এখন
আমার অভ্যাস হয়ে গেছে।
59.যার লাগিয়া খোদা তুমি আমায় বানাও নাই ।
তার লাগিয়া কান্দে কেনো আমার মন ও প্রাণ।
60.নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়।
তবে বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।
61.- আমি যার জন্য অপেক্ষারত।
- সে অন্য কারোসাথে ব্যস্ত।
62.“বুঝতে পারছিনা ঠকায় কে
মানুষ না ভাগ্য?
63.আমার মনের মাঝে তুই ছাড়া কেউ নাই।
আমি চোখ বুঝিলে তোরে দেখতে পাই।
64.জানি তুমি ফিরবেনা।
এই হ্রদয়ের নিড়ে তবুও।
অপেক্ষায় থাকবো সারা জীবন।
65.- আঘাত শুধু কষ্টই দেয়না।
- মানুষকে বদলেও দেয়।
66.“হয়তাে ভুল করে তােকে
চেয়ে ছিলাম।
আমি জানতাম না।
তুই অনেকটা দামি।
67.রিদয় মাঝারে রেখেছি তোমারে
তোমার জন্য অনুভূতি আমার মনটা জুরে।
68.কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায়না,,
শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়।
69.- তুমি যত মানুষ চিনতে।
- শিখবে ততো একা থাকতে চাইবে।
- এটাই বাস্তব।
70.“যাদের রাগ বেশি,
তারা রাগের মাথায় অনেক
কিছু বলে দেয়।
কিন্তু রাগ কমে গেলে তারাই
আবার সবচেয়ে বেশি কষ্ট পায়।
71.চলে গেছো তাতে কি ভালোবেসে মরেছি ।
তুমি আছো হৃদয়ের আয়নায়।
72.ভুলটা শুধু আমারি ছিল,
কারণ স্বপ্নটা যে,
আমি একাই দেখে ছিলাম।
73.- কিছু মন খারাপ বড্ড বিচ্ছিরি।
- সহ্য ও করা যায় না আবার মানুষ কেও বলা যায় না।
74.“এমন কাউকে ভালােবেসাে না।
যার কাছে প্রয়ােজন ছাড়া,
তােমার আর কোনাে মূল্য নেই!
তাকেই ভালােবাসাে যে
প্রয়ােজনে অপ্রয়ােজনে তােমার
প্রয়ােজন অনুভব করবে।
75.আকাশে অনেক তারার ভিড়ে ।
আমি তোরে খুইজা পাইলাম নারে।
76.সব মানুষই প্রেমে পরে কেউ
প্রকাশ করতে পারে ,
আবার লুকিয়ে রাখে।
77.- ভালো থাকা কপালে না থাকলে।
- ভালো থাকতে চাওয়াটা বোকামি।
78.একদম নিখুঁত মানুষ
খুঁজতে যেও না,
বিধাতা মানুষের ভিতর
কিছু -কিছু খুত মিশিয়ে দিয়েছে,
বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে,
তুমি ভালোবাসার কোনো
মানুষই পাবে না।
79.- আর হবে না তো সাথে কথা বলা।
- আর হবে না তো সাথে পথ চলা।
80.কেউ কাউকে ভুলে যেতে পারে না,
প্রয়োজন শেষ হয়ে গেছে।
তাই আর যোগাযোগ রাখেনা।
81.- রাত তারাই বেশি জাগে,
- যাদের প্রিয় জন থেকেও থাকে না।
82.সুখি হতে চাও?
খুব সহজ
স্বার্থপর হয়ে যাও,
অনেক সুখে থাকবে।
83.- মুল্য দিতে শিখুন তার অনুভুতি গুলাকে।
- যে অনেক বেশি ভালবাসে আপনাকে।
84.কাওকে কষ্ট দিলে তোমাকে কষ্ট পেতে হবে।
সেটা আজ হোক অথবা কাল।
85.- মাঝে- মাঝে কিছু মানুষ প্রমান করে দেয়।
- তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য না।
86.“কার হার্টে কার বিট চলে।
কার আবেগে কে গলে।
কার চোখে কে অশ্রু ফেলে।
87.- ঠিক ততোটাই আঁধারে হারিয়ে যাবো।
- যতটা আঁধারে হারালে কেউ সন্ধান পাবে না।
88.কোন মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের।
কিন্তু তার চেয়েও অনেক- অনেক গুন বেশি কষ্টের হলো।
সে আসবেনা জেনেও তার জন্য অপেক্ষা করা।
89.- জীবন থেকে ১ টা জিনিস শিখলাম।
- চাইলেই সবার আপন হওয়া যায়না।
90.যার রাগ বেশি
সে নিরবে অনেক
ভালোবাসতে জানে,
যে নিরবে ভালোবাসতে
জানে তার ভালোবাসার
গভীরতা বেশি,
আর যার ভালোবাসার গভীরতা
বেশি তার কষ্টও অনেক বেশি।
91.- টেনশন আর মানসিক চাপে তারাই থাকে।
- যারা নিজের থেকে প্রিয় মানুষটির কথা বেশি ভাবে।
92.সৃতি নিয়ে বেচে থাকার চেয়ে।
স্বপ্ন নিয়ে বেছে থাকা অনেক বেটার।
93.- আমার লাশটা দেখে কেউ একজন বলবে।
- অবশেষে আপদটা বিদায় হলো।
94.জল ছুঁয়ে যায়,
চোখে বারবার,
তুমি না ফিরলে
আমি হবো কার?
95.- মন বোঝার মতো কেউ নেই।
- অথচ,
ভুল বোঝার মানুষের অভাব নেই।
96.আমি কখনও রাগ করি না।
কারন আমি জানি আমার রাগের মূল্য নেই কারও কাছে।
97.- কখনো- কখনো পরাজয়।
- নিশ্চিত জেনেও স্বপ বুনে যেতে হয়।
98.“অপেক্ষা টা সেই করে,
যে কাউকে মন থেকে
ভালোবাসে।
99.যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না।
সে কখনো কাউকে ভালোবাসতে পারে না।
100.দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে।
শুধু প্রকাশ করার ধরন আলাদা।
101.কাউকে বেশি পাত্তা দিলে গিফট হিসেবে ইগ্নোর পাওয়া যায়!
102.“যে মানুষ অন্যের অনুভূতির
মূল্য দিতে জানে না,
সে কখনো কাউকে
ভালোবাসতে পারে না।
103.- কিছু স্বপ্নকে হত্যা করা শিখতে হবে।
- নয়তো পরবর্তীতে নিজেকে হত্যা করতে হবে!
104.- কিছু স্বপ্নকে হত্যা করা শিখতে হবে।
- নয়তো পরবর্তীতে নিজেকে হত্যা করতে হবে!
105.ভালোবাসা বদলায় না,
বদলে যায় মানুষগুলো
সৃতি হারায়ে যায় না।
হারিয়ে যায় সময়গুলো।
106.আমি সবার ভালোবাসা উপেক্ষা করে!
তোমার ভালোবাসার অপেক্ষায় থেকে যাই!
তবু ও দিন শেষে তুমি আমাকে অবহেলাতেই রাখো।
107.“ভালোবাসা থাকা সত্ত্বেও
কিছু -কিছু সম্পর্ক
ভুল বোঝা বুঝির
কারণে নষ্ট হয়ে যায়।
108.- ভালোবেসে দেখুন কাঁদতে আপনাকে হবেই।
- তবে সেটা সবার সামনে নয়,
রাতের অন্ধকারে!
109.যে কোন জিনিস ভাঙলে শব্দ হয়।
কিন্তু, মন ভাঙলে শব্দ হয়না।
তাইতো যার মন ভাঙে্গ।
সেই একমাত্র বুঝে মন ভাঙ্গার ব্যাথা কত।
110.- কখনো -কখনো ভালোবাসার মানুষের ভালোর জন্যই।
- তার থেকে দূরে চলে যেতে হয়।
111.ভুল করে হলেও যাকে
একবার ভালোবেসে ফেলা হয়,
শত চেষ্টা করেও তাকে মন থেকে
কখনো ঘৃণা করা যায় না।
112.- যার জন্য সবকিছু ছেড়ে দিবেন ।
- সেই একদিন বলবে আমি কি ছাড়তে বলেছিলাম!
113.পৃথিবীর সবচেয়ে দুর্বল জায়গা হলো মন।
আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা।
114.- হঠাৎ একদিন হারিয়ে যাবো।
- মাইকিং হবে তবে নিখোঁজ সংবাদ নয়
- শোক সংবাদ.!
115.এক বিন্দু জল যদি
চোখ দিয়ে পড়ে,
সেই জলের ফোটা সুধু
তোমার কথা বলে,
মনের কথা বুঝোনা তুমি
মুখে বলি তাই,
শত আঘাতের পরেও
তোমায় ভালবেসে যাই।
116.- একজন সুন্দর মানুষের চেয়ে।
- একজন বিশ্বস্ত মানুষ অধিক মূল্যবান।
117.যদি তুমি ভালো থাকো অন্যের ভালোবাসায়।
তবে আমিও থাকবো ভালো তোমার ভালো থাকায়।
118.- মানুষকে যত দাম দিবা।
- তারা তোমাকে তত সস্তা ভাববে আর এটাই প্রকৃতির নিয়ম।
119.“জীবন এক বিরক্তিকর অধ্যায়।
তবুও পরবর্তী পরিচ্ছেদে
তুমি আছো ভেবে
পাতা উল্টাই।
120.- কারো Extra Attitude সহ্য করি না।
- আর কাউকে Impress করারও চেষ্টা করিনা.।
121.জীবনে চলার পথে।
নিজেকে হারিয়ে ফেলেছি।
চলতে- চলতে আজ অজানা পথে এসে দাড়িয়েছি।
122.আমার নিরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো!
তাহলে তুমি আমায় কখনোই ভালোবাসোনি!
123.“তুমি আমি কেন দূরে- দূরে?
খুজে বেড়াই ঘুরে ঘুরে।
মন কি যে চায়
কাটে শুধু বেদনায়।
sad status bangla text
124.- কেউ একবার মন থেকে উঠে গেলে ।
- আমি তাকে আর কখনোই মনে জায়গা দেই না।
- এটা আমার ইগো না,
এটা আমার আত্মসম্মান!
125.আগে যদি জানতাম জীবনের সব চাওয়া পুরন হবে না।
তাহলে কোনদিন তোমাকে আমার জীবনে পাওয়ার আশা করতাম না।
126.- আমার সমস্যা একটাই।
- নিজের অনুভূতি কাউকে গুছিয়ে বলতে পারিনা!
127.প্রিয়জনকে ছাড়া হাজার চেষ্টা করলেও ভালো থাকা যায় না।
মিথ্যা মায়া।
128.চোখের জল সবাই দেখে।
কিন্তু হৃদয়ের কষ্ট কেও দেখেনা।
কোনকিছু পওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে।
কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটাজীবন।
129.- তুমি যতোটা দুঃখ পেলে কাদো।
- আমি তার থেকে বেশি দুঃখ নিয়েও হাসি।
130.কলিজায় জায়গা দেওয়া
মানুষগুলোই একসময়
কলিজায় আঘাত করে চলে যায়।
এটাই বুঝি বাস্তবতা।
131.- ধৈর্য ধরো
- তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে
- ইনশাআল্লাহ।
132.অশ্রু হলো এমন ভাষা।
যা হৃদয়, মুখে প্রকাশ করতে পারে না।
133.- কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা।
- আমার একদম নেই কারণ,
আমার মহান সৃষ্টিকর্তা।
- জানেন, আমি কেমন.।
134.আমি হাত দিয়ে যা ছুই ,
তাই দুঃখ হয়ে যায়।
135.- বিশ্বাস ভেঙে গেলে.!
- Sorry কোনো কাজে আসে না।
136.জন্ম হলো আনন্দময়।
মৃত্যু হলো শান্তিময়।
শুধু এই দুটির মঝে বেদনায় ভরা থাকে।
137.- প্রিয় মানুষটা ছাড়া শুধু অনলাইন না।
- বুকটাও কেমন যেনো ফাঁকা- ফাঁকা লাগে!।
138.“কখনো যদি দেখা হয়ে যায়
দুজনের পথ চলার পথে,
সে দিন ও দেখবে তুমি,
আমি আছি বসে তোমারি পথ চেয়ে।
139.- ভেঙে পড়ার কিছু নেই।
- কারণ চিরদিন কেউই পাশে থাকে না।
140.দুঃখকে সরিয়ে রাখার জন্যে যদি প্রাচীর দিয়ে রাখতে পারতোম।
তাহলে সুখও যে এর মধ্যে আটকে যেত।
141.- গভীর রাতে Newsfeed দেখতে থাকা।
- মানুষগুলো আসলেই অনেক একা।
142.“তোর মন খারাপের রাতে
যখন একলা আকাশ দেখিস।
খুব কাছেই আছি আমি
ইচ্ছে হলেই ডাকিস।
143.- যে অভিমানে মানুষ ফিরে আসে না।
- সেটা অভিমান নয় দূরে যাবার বাহানা মাত্র।
144.এখন দুঃখ অনেকটা মুল্য়বান সম্পদের মতো।
কেবলমাত্র প্রিয়জনদের কাছে প্রকাশ করি।
145.- সারাদিন হাসি খুশি থাকা মানুষটাও স্তব্ধ হয়ে যায়।
- কোনো এক মায়ার কারনে।
146.“বৃষ্টি ভেজা আমার আকাশ,
মনটা তাই উদাস -উদাস,
মেঘের সাথে মিষ্টি কথন,
দুই নয়নে অঝর শ্রাবন,
আমি আছি যেমন তেমন,
বল তুমি আছ কেমন।
147.- মানুষের ইগো থাকা টা জরুরি।
- তবে ভালোবাসা আর বন্ধুত্বের ক্ষেত্রে নয়!
148.আমার আশাগুলোতে দেয়ালে জমে থাকা।
শেওলার মত শেওলা পরে গেছে।
149.- প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়।
- আর আমি তো সাধারণ মানুষ।
150.“তুমি এমন এক মিথ্যে
স্বপ্নের সাগর,
যে সাগরে প্রতিরাতে
ডুব দিয়ে
নিজেকে হারিয়ে ফেলি।
151.- মুখোশধারী ভদ্র হবার চেয়ে।
- স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো।
152.তুমি আমাকে হাজার বার দূরে ঠেলে দিলেও ।
আমি তোমাকে লক্ষ কোটি বার কাছে টেনে নিবো।
153.এত ভালবেসেও তোমাকে পাওয়া হলো না।
ভাল থাকুক আমার ভালোবাসা।
154.- নিজের জায়গায় দাঁড়িয়ে।
- অন্যের অনুভূতি কখনই বোঝা যায় না।
155.নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই!
156.- হাজারো অপমানের পর যদি কেউ আপনাকে ভালোবাসে।
- তবে তার ভালোবাসাটা পবিত্র।
157.এক নদীর তিরে,
খুজে বেড়াই আমি তারে,
সে দেয়না দেখা আমায় কভু,
তার খেয়াল রেখো তুমি প্রভু।
158.- হয়তো আমি কিছু প্রকাশ করি না।
- তার মানে এই না যে আমার কষ্ট বা খারাপ লাগে না ।
159.জিবন যুদ্ধে নিজেকে টিকিয়ে রাখা বড় কষ্ট কর।
160.- ভালোবাসতে শিখো প্রিয়।
- নাহলে থাপ্রাইয়া ভালোবাসা শিখাইতে জানি আমি।
161.গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে।
নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে।
রাত্রির- কষ্ট- হয় - চাদঁ- ডুবে- গেলে।
আর মানুষের কষ্ট হয় তার আপনজন ভুল বুঝলে।
162.- যেটা আমার সেটা শুধু আমারই থাকবে।
- সেটা যদি একটুও অন্য কারো হয় তাহলে সেটা আমার দরকার নাই।
163.হায় প্রেম হায় ভালোবাসা।
কেনো এতো কষ্ট দিচ।
164.- সারাদিন হাসি মুখে থাকলেও।
- রাতের কাছে আমি পরাজিত।
165.প্রেম করতে চাই না কষ্ট পাবার ভয়ে,
কিন্তু আমি আগে থেকেই আপনাকে অনেক ভালোবাসি।
165.- যে তোমার ভাগ্যে আছে,
সে তোমার জীবনে আসবেই।
- তার জন্য কষ্ট করার দরকার নেইশুধু ধৈর্য ধরো!
166.জীবনে কষ্ট পাওয়া খুব দরকার।
- কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে!
167.- সব স্বপ্ন কখনো পূরণ হবার না।
- কারণ এটা তো দুনিয়া, জান্নাত নয়।
168.এখন আর আমি একা নই।
তুমি চলে গেছো তাতে কি হয়েছে?
আমাকে তোমার দেওয়া কষ্টগুলো।
এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী।
169.- চারপাশটা কেমন জানি বিষন্ন ও নিঃস্তব্ধ।
- ভালো লাগে না.!
170.চুপচাপ নিঃশ্চুপ থাকা মানুষ গুলোকে।
একটু বেশিই মানসিক কষ্ট সহ্য করতে হয়!
171.মধ্যবিত্ত পরিবারের সন্তান গুলো
একসময় পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়ায়!
172.আমি জানিনা,
কেন আমার এমন হয়।
আমি, কেন তোমায় নিয়ে এতো স্বপ্ন দেখি ?
আমি জানি আমি তোমায় কত ভালোবাসি।
জানিনা কেন এত তোমায় মিস করি।
173.একমাত্র ঘুমের Tablet জানে।
একটা জীবন্ত লাশকে ঘুম পারানো কতটা কষ্টের।
174.জীবনে কারো ভালো বাসা পেলাম না পেলাম সুধু অবহেলা আর কষ্ট।
175.- কিছু অনুভূতি এক বারই আসে,
এক জনের জন্যই আসে!
- পরে চাইলেও তা অন্য কারোর জন্য জেগে ওঠে না।
176.- মিথ্যে প্রতিশ্রুতির চেয়ে কাউকে।
- সরাসরি ফিরিয়ে দেওয়াটাই ভালো।
177.এক বিন্দু অশ্রু যদি চোখ দিয়ে পড়ে।
সেই অশ্রুর ফোটা সুধু তোমার কথা বলে।
মনের ভাষঅ বুঝনা তুমি মুখে বলি তাই।
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই।
178.- দুনিয়া টা আল্লাহর রহমতে ঘেরা ।
- কিন্তু দুনিয়ার মানুষ গুলা অহংকারে সেরা।
179.যে মানুষ অল্পতেই খুশি হয়।
সে কিন্তু অল্প আঘাতেই। অনেক বেশি কষ্ট পায়।
180.- কিছু কথা বলা বাকি ছিল।
- আর হয়তো কোনোদিন বলাও হবে না।
181.যেই বুকেতে থেকে।
শিখলা প্রেমের মানেটা
সেই বুকটা ছেড়ে যাইতে কষ্ট পাইলা না।
182.- থামিয়ে দেও নারীর দিকে নোংরা লোভের থাবা।
- একদিন তো তুমিও হবে কোনো নারীর বাবা।
183.তোর সঙ্গে দেখা স্বপ্ন গুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয়।
184.- মসজিদের লাশের খাট টা আমার অপেক্ষায় ।
- আর আমি ব্যাস্ত দুনিয়ার রঙ তামাশায়।
185.ভালোবাসা এমন একটা সফটওয়ার যা সবার জীবন এ ইনস্টল হয় না।
186.- ভালোবাসলেই কি তাকে পেতে হবে।
- থাকুক না সে দূরে তার মতো করে..!।
187.কেউ আছে অনেক সুখে কেউ বা আছে আমার মতো কষ্ট নিয়ে বুকে।
189.- খুব বেশি ব্যক্তিত্ব নিয়ে প্রেম করা যায়না।
- প্রেম মূলত একটা ছ্যাচরামি!
190.আকাশের kosto গুলো মেঘ হয়ে ভাসে।
মেঘের kosto গুলো বৃষ্টি হয়ে আসে।
পাথরের kosto গুলো ক্ষয়ে- ক্ষয়ে পরে।
আর মনের kosto গুলো অশ্রু হয়ে ঝরে।
191.- কেউ না চেয়ে পেয়ে যায় আবার।
- কেউ হাজার চেয়েও পায় না।
192.যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয়।
তাকে নিজের কাছে যত্ন করে রাখতে হয়।
193.- I don't have ego.
- তুমি কথা বললে আমিও বলব তুমি ইগনোর করলে আমিও করবো।
194.Kosta ভরা jibon আমার।
দুঃখ ভরা মন,
মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন।
তারার সাথে থাকি ami.
চাদের পাশা পাশি,,
আজব এক মানুষ ami দুঃখ পেলেও হাসি।
195.- কাঁদতে পারার চেয়ে।
- কাঁদতে না পারার যন্ত্রণা টা বেশি ভয়ংকর.।
196.আধাঁরের পরে আলো আসে কান্নার পরে হাসি,
দুঃখের পরে সুখ আসে। এইতো জীবন তরী।
197.-হয়তো তোমায় পাবো।
এই আশা নিয়ে এখনো অপেক্ষায় থাকি।
198.তোকে ছাড়া jodi কাটাতে হয় বাকিটা jibon,
আমিও কি আর থাকব এই pritibita তখন।
199.- কেউ একবার ইগনোর করলে।
- তাকে সারাজীবনের মতো ইগনোর করি,
- এটা Ego নয়,এটা self-respect.
200.নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই!
201.-শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়।
-তাহলে আমি তোমাকে প্রতিটি মুহূর্তে ভালোবাসি।
202.- সত্যিকারের ভালোবাসা গুলো
- কখনোই সঠিক মর্যাদা পায় না।
203.এক sajor kosto বুকে।
কষ্টের কথা বলি কাকে ?
যার কারনে নিস্ব হলাম,,
সে তো আছে বেশ সুখে,
আর amr কথা ভুলেই গেছে।
204.- আমি সত্যিই ব্যার্থ।
- কারণ আমি কখনোই তোমাকে বুঝাতে পারি নাই,
- আমি তোমাকে কতটা ভালবাসি।
205.কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই।
এতে কপাল যথেষ্টই ফোলে,
কিন্তু ভাগ্য একটুও ফোলে না।
206.- অনেকক্ষন রাগ করে বসে থাকার পর মনে পরলো ।
- আমার তো রাগ ভাঙ্গানোর মতো কেউ নাই।
207.আকাশ vora দূ:খ আমার, সাগর ভরা ঢেউ।
এত আমার বুকে ,,
দেখে নাতো কেউ,
দূ:খ নিয়ে sopno বুনি,,
kosto দিয়ে আকি
স্বপ্ন আমার ভেঙ্গে যায়।
আমি চেয়ে থাকি।
208.- ১ ঘন্টা কথা না বলে থাকতে পারা মানুষটা।
- আজ দিনের পর দিন কথা না বলে থাকে.!
209.পৃথিবীর নিয়ম বড় অদ্ভুদ,
যাকে তুমি সবচেয়ে বেশী ভালবাস সেই তোমার দু:খের কারন হবে।-
210.প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে।
রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না।
211.নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী
হয়ে যাবো, ভাবিনি এই পৃথিবীতে
ato kosto পাবো ।
বন্ধু বলো বান্ধব বলো কেউই আপন নয়,
ক্ষনিকের এই পৃথিবীতে সবই অভিনয়।
212.- হারিয়ে যাওয়া মানুষ গুলোকে।
- কখনোই আগের মতো ফিরে পাওয়া যায় না।
213.সবাই তোমাকে কষ্ট দিবে,
তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।
214.- প্রতিটা মানুষরই কোথাও না কোথাও দূর্বলতা থাকে।
- আমার দূর্বলতা হচ্ছ তুমি।
215.Akti গাছে দুটি Paki
বেঁধেছিলো বাসা।
সারাজীবন থাকবে বলে মনে
ছিলো Asa।
হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে
দিলো বাসা।
সেদিন থেকে হারিয়ে গেলো
পাখির Vlovasa।
216.- যে খানে নিজের মূল্য নেই।
- সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম।
217.দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম।
218.- ভালো থাকি কিংবা খারাপ থাকি।
- মানিয়ে নেওয়াটা চরম ভাবে শিখে গেছি আলহামদুলিল্লাহ!
219.Ami ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা,,
যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা।
শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা।
যেখানে জমা আছে অনেক ব্যাথা।
220.- সকাল মন খারাপ দিয়ে শুরু।
- রাত মন খারাপ দিয়েই শেষ।
- হ্যাঁ,এটাই আমি।
222.আমি সবসময় নিজেক সুখী ভাবি,
কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না,
কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।
223.- হাসতে ভুলে যায়নি!
- শুধু বাস্তবতা কে বুঝতে শিখে গেছি!
224.প্রত্যেক ভালবাসায় দুইজন সুখী হলেও,
তৃতীয় akjon অবশ্যই কষ্ট পাবে ।
এটাই হয়তো পৃথীবির নিয়ম।
225.- শুনেছি রাগী মানুষেরা তাড়াতাড়ি মরে যায়।
- নিজের জন্যেই চিন্তা হচ্ছে কখন কি হয়।
226.মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে,
একটি দুঃখের অপরটি ছলনার।
227.- তোমাকে কাছে পাওয়ার থেকেও হারানোর ভয়টা বেশি।
- তাই নিজের থেকেও বেশি খেয়াল রাখি।
228.- আমি প্রয়োজনেই সীমাবদ্ধ।
- কারো প্রিয় হয়ে ওঠার সামর্থ্য আমার নেই।
229.স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে
আর মানুষ পালিয়ে যায়
স্বার্থ ফোরালে।
230.স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে
আর মানুষ পালিয়ে যায়
স্বার্থ ফোরালে।
231.- দিন- দিন যতোই বড় হচ্ছি।
- জীবন থেকে আনন্দের দিনগুলো হারিয়ে যাচ্ছে।
232.ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে,
আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন।
233.- কেন বড় হলাম ।
- খারাপ লাগলেও চিৎকার করে কাঁদতে পারি না।
234.যারা সত্যিকারের
ভালোবাসতে চায়
তাদের ভাগ্যে কখনো
ভালোবাসা জুটে না
শুধু জুটে পুরো
পৃথিবীর সমান অবহেলা।
235.- এই শহরে রূপের বদলে প্রেম বিক্রি হয়।
- ভালোবাসার বদলে অবহেলা!
236.আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে।
আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।
237.- প্রিয় মানুষ কে Active দেখেও।
- Massage করতে না পারাটা খুব কষ্টের।
238.কষ্ট গুলো লুকানোর জন্যে
সামান্য মিথ্যে হাসি আর
ভালই আছি
বলাটাই যথেষ্ট।
239.- অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে।
- যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও।
মিলাতে পারেনি!
240.যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলদ্ধি করতে পারেনা।
241.ঝগড়ার পরে যে প্রথমে কথা বলে।
সে নির্লজ্জ না তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি।
242.একদিন বুঝবে,
তোমার হৃদয়ে আমার
অভাবটা ঠিক কতটা জুড়ে?
243.- হ্যাঁ আমি পাগল,
- কারণ তোর ভালোবাসার অভিনয় বুঝতে পারি নাই।
244.জীবনে দুটি দুঃখ আছে।
একটি হল তোমার ইচ্ছা অপুর্ণ থাকা,
অন্যটি হল ইচ্ছা পুর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা।
245.- রাত হলেই বুঝা যায়।
- এই পৃথিবীতে আমি মানুষটা কতো টা একা!
246.কেউ যদি তোমার
ভালবাসার মূল্য না বুঝে
তবে নিজেকে নিঃস্ব ভেবো না
কারন জীবনটা এত তুচ্ছ না।
247.- কি হবে ভালোবেসে।
- ছেড়ে তো যাবেই প্রয়োজন শেষে।
248.আমি বৃষ্টিতে হাঁটি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে।
249.- কাউকে খারাপ বলার আগে ভেবে নিও।
- তুমি নিজে কতটা ভালো.!
250.পৃথিবীতে একমাত্র
নিঃস্বার্থ ভালবাসা হলো
মা, বাবার ভালবাসা।
যেখানে থাকেনা স্বার্থ,
সারাজীবন থাকে শুধু
নিঃস্বার্থ ও অফুরন্ত ভালবাসা।
251.- অবশেষে এইটা বুঝতে পারলাম।
- এ জিবনে আমার আর ভালো থাকা হবে না ।
252.যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট।
253.- নিয়ম করে হাসতে পারি বলেই।
- কষ্টগুলো আজও ব্যক্তিগত ।
254.- জীবনে কত পাগল দেখলাম।
- কিন্তু আমার জন্য পাগল এমন কাউকে দেখলাম নাহ।
255.জীবন থেকে যদি
ফেলে আসা দিন গুলো
মুছে ফেলা যেতো
তাহলে তোমার জন্যে
আর কষ্ট পেতে হতো না
আমি তোমাকে ছাড়াই
সুখী হতে পারতাম।
256.- প্রিয় তুমি হয়তাে একদিন আসবে ফিরে ।
- কিন্তু সেই দিন আর আমি থাকবো না।
257.কিছু- কিছু মানুষের জন্য এ পৃথিবীটা কোন উপযুক্ত স্থান নয়,
তাদের জন্য এ পৃথিবীটা যেন এক সমুদ্র জল।
258.- অন্যদের মতো অভিনয় করতে পারি না।
- যেটুকু ভালোবাসি সেটা শুধু মন থেকে!
259.পৃথিবী অনেক সুন্দর হয়
যদি সুন্দর চোখে দেখা যায়।
জীবন অনেক সহজ হবে
যদি তা তুমি সহজে গ্রহণ কর।
260.- আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিস গুলোর মধ্যে ।
- একটা বড় জিনিস হলো আমি নিজেই!।
261.বেদনার পায়ে চুমু খেয়ে বলি এইতো জীবন,
এইতো মাধুরী,
এইতো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত!
262.- কেউ একজন থাকা বোধহয় খুবই দরকার।
- যাকে দিন শেষে মন খুলে সব কিছু বলা যায় ।
263.খালি হাতে এসেছিলাম
খালি হাতে যাব
ভাবিনি এই পৃথিবীতে
এত কষ্ট পাবো ।
লাভার বল বন্ধু বল
কেউ আপন নয় ক্ষণীকের
মেলামেশা সবই অভিনয়।
264.- খারাপ থাকি অসুবিধা নেই ।
- কিন্তু কারো খারাপ হোক কখনোই চাই না।
265.প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে ভালবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই জানে।
266.- কে বলেছে প্রথম ভালোবাসা কষ্ট দেয়।
- কই আমার মা তো কখনো আমায় কষ্ট দেয়নি।
267.কখনো কখনো
ছেড়ে যাওয়াই উচিত,
ইগোর জন্য নয়,
আত্ম সম্মানের জন্য।
268.- তুমি কি বুঝতে পারো না।
- একটা মুহূর্ত তোমাকে ছাড়া থাকাটা কতোটা কষ্টের হয়।
269.দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান,
যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না।
270.- আমার লাইফের Biggest problem.
- রাগ উঠলে মাথা ঠিক থাকে না!
270.এখন কষ্টগুলোকে লুকিয়ে রেখে
হাসিমুখে বলতে শিখে গেছি
আমি ভালো আছি।
অনেক ভালো!
271.ছোট থেকেই খুব করে চাওয়া আমার প্রতিটা জিনিসই!
- হয় ছিড়ে গেছে,
না হয় ভেঙে গেছে,
না হয় হারিয়ে গেছে!
272.কষ্ট কখনও কাউকে কষ্ট দেয় না সুখ ই মানুষকে কষ্ট দেয়।
তাই সুখের পিছনে ঘুরে সময় নষ্ট করা মানে দুঃখকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছু নয়।
273.হাসি জিনিসটা সত্যি খুব অদ্ভুত।
হাজারো দুঃখ লুকানোর জন্য একটা মিষ্টি হাসিই যথেষ্ট।
274.যেদিন আমি তোমার
মায়া কাটতে শিখব
সেদিন পৃথিবীর সবাইকে
আমার মায়া কাটতে হবে।।
Fb Status
275.- কিছু মানুষের ভাগ্য খারাপ হয়।
- আর আমি তাদের মধ্যে একজন।
276.নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়,
কারো হাসি পায়।
277.তিন ধরনের মানুষ বেশি অহংকারী হয়।
-বেশি শিক্ষিত হলে।
-সুন্দর হলেও।
-বড়লোক হলে।
278.ভালোবাসা প্রথমে হাসতে শেখায়,
তারপর কাঁদতে শেখায়।
শেষে বাস্তবতার সাথে লড়তে শেখায়!।
279.মাঝে- মাঝে কষ্ট পাওয়া ভালো ।
কষ্ট মানুষ কে পরিবর্তন করে
আবার কষ্ট মানুষ কে শক্তি শালি করে ।
280.- কষ্ট কখনো কমে না ।
- শুধু সহ্য করার অভ্যাস হয়ে যায় মাত্র!
281.সময় বদলে যায় জীবনের সঙ্গে,
জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে,
সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে,
আপনজন বদলে যায় সময়ের সঙ্গে।
282.- যে থাকার সে পরিস্থিতি যত কঠিন হোক না কেন থাকবে।
Post a Comment